হাওরাঞ্চলে স্বামীর বসত ঘরের খাটের ওপর শুয়ে থাকা মৃতদেহ উদ্ধার করেছে নেত্রকোনার খালিয়াজুরী থানার পুলিশ। উপজেলার আমিনাপুর গ্রামে আমির হামজার (২৩) স্ত্রী মারিয়া আক্তার (১৯) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বুধবার দুপুরে আমিনাপুর গ্রামের ফারুক মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে খালিয়াজুরী থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মজিবুর রহমান।এ ঘটনায় সন্দেহ হওয়ায় খালিয়াজুরী থানায় একটি লিখিত অভিযোগ দেন মারিয়ার ভাই রুবেল মিয়া (৩০)।
ভাইয়ের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রুবেল বুধবার সকালে খবর পান তার ছোট বোনের মৃত্যু হয়েছে। পরে আত্মীয় স্বজন নিয়ে বোনের শ^শুরবাড়ি গিয়ে দেখেন খাটের ওপর তার বোনের মৃত দেহ পড়ে থাকতে। তাদের পরিবারে এই মৃত্যুকে সন্দেহ হওয়ায় সুষ্ঠু তদন্ত করার জন্য তিনি থানায় একটি লিখিত অভিযোগ দেন।
ওসি আরো জানান, খবর পেয়ে খালিয়াজুরী থানার পুলিশ বুধবার (২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার আমিনাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে আমির হামজার বসতঘর থেকে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। একই গ্রামের বাসিন্ধা তারা। গত দু বছর আগে তাদের বিয়ে হয়। আমরা লাশ খাটের ওপর থেকেই উদ্ধার করেছি।
ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ উদঘাটিত হলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে। ওই গৃহবধুর শ^শুর বাড়ির কেউ পালিয়ে যায়নি। প্রয়োজনে তাদেরকে আটক করা যাবে। তবে মৃত্যুর কারণ কেউ বলতে পারছেন না।