Thursday, July 25, 2024
মূলপাতাঅন্যান্যহাওরের ফসল রক্ষায় বাঁধ নির্মাণ ও মেরামতে মনিটরিং কমিটির সভা

হাওরের ফসল রক্ষায় বাঁধ নির্মাণ ও মেরামতে মনিটরিং কমিটির সভা


নেত্রকোনায় হাওরে ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ ও মনিটরিং কমিটির সভায় কাজের অগ্রগতি দ্রুত বাড়ানোর সিদ্ধান্ত

নেত্রকোনা জেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা ডুবন্ত বাধেঁর ভাঙ্গন বন্ধকরণ ও মেরামতকরণ বিষয়ে জেলা কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ নভেম্বর)  দুপুরে প্রায় দুই ঘন্টাব্যাপী সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলাগুলোর পিআইসি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশীদের কাছে কাজের ফিরিস্তি শুনেন।
বিভিন্ন স্থানে কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে জেলা মনিটরিং কমিটির সভাপতি হিসেবে জেলা প্রশাসক শাহেদ পারেভজ নিদৃষ্ট সময় ২৮ ফেব্রæয়ারীর মধ্যে কাজ সম্পন্নের নির্দেশনা দেন। কমিটির সদস্য সচিব পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহানের সঞ্চালনায় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগন ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
প্রয়োজেন পিআইসির সভাপতিদের ডেকে নিয়ে বাঁধের কাজের জিরো টলারেন্স দেখাতে নির্দেশ দেন। সেইসাথে বাঁধ সম্পন্ন করতে দাায়িত্বরতদের আন্তরিক হয়ে পিআইসিদের সমস্যা শুনে তাদের প্রতিও সহযোগিতা করারর দির্শেদনা দেন। এদিকে বাঁধ না হওয়া পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিলের সাথে সাথে যে যে বাঁেধর কাজ নিয়ে গাফিলতি চলছে সেগুলোর বিষয়ে দ্রæত সমস্যা সমাধানে ইউএনওদের নির্দেশ দিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডে সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে জেলার হাওরাঞ্চলের ১৫৬ কিলোমিটার বাঁধের ভাঙ্গন বন্ধকরণ ও মেরামত কাজ শুরু হয়েছে। মোট ১৮০ টি প্রকল্প কমিটি গঠনের (পিআইসি) মাধ্যমে ৩০৯ টি ছোটবড় হাওরের কয়েকটিতে ফসল রক্ষার কার্যক্রম চলমান রয়েছে। অনেক স্থানে কাজের ধীরগতি নিয়ে আলোচনা করা হয়।
জানা গেছে এসকল হাওরের ৪২ হাজার ১৪০ হেক্টর জমিরি ফসল রক্ষায় এবার ৩১ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ এসেছে। তারমধ্যে গত বছরের বকেয়া ১৬ কোটি ৯৫ লাখ। নতুন বরাদ্দ ১৪ কোটি ২৮ লাখ টাকা।
জেলার মোট ১০ উপজেলার মধ্যে ৭টি উপজেলার বিভিন্ন হাওরের ১৮০ টি পিআইসির মধ্যে খালিয়াজুরী উপজেলাতেই ১১০ টি পিআইসি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments