হাওর বিষয়ক মন্ত্রনালয়ের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় পৌরসভার সামনের সড়কে এ মানবন্ধন কর্মসূচী পালিত হয়। হাওর বিষয়ক মন্ত্রনালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে।
এতে জেলা শহরে অবস্থানরত হাওরাঞ্চলের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এ সময় মানববন্ধন কর্মসূচীতে বক্তারা আলাদা করে হাওর মন্ত্রনালয়ের দাবী জানান।
তারা বলেন, ধানে উদ্বৃত্ত হাওরাঞ্চল। বর্ষায় ফসল হানিতে ক্ষতি সাধিত হয় আপামর মানুষের। এখানকার কৃষকদের একমাত্র ফসলের উপর নির্ভর করতে হয়। কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই এটিকে নিয়ন্ত্রণ করতে হলে আলাদা করে মন্ত্রনালয়ের কোন বিকল্প নেই।
মানববন্ধন চলাকালে বক্তারা হাওরাঞ্চলের উন্নয়নে দ্রুত হাওর বিষয়ক মন্ত্রনালয় স্থাপনের জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন মোহনগঞ্জ, খালিয়াজুরী, ও মদনের নেতৃবৃন্দ।