Saturday, September 14, 2024
মূলপাতাঅন্যান্য৯ কেজি গাঁজা সহ খালিয়াজুরীতে এক ব্যবসায়ীকে আটক করেছের‌ র‌্যাব

৯ কেজি গাঁজা সহ খালিয়াজুরীতে এক ব্যবসায়ীকে আটক করেছের‌ র‌্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ ঝটিকা অভিযানে শনিবার নেত্রকোনার খালিয়াজুরী থেকে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আকিরুল ইসলামকে (২৪) আটক করেছে। আটককৃত আকিরুল সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মাহমুদ নগর গ্রামের আবুল কালামের পুত্র।

র‌্যাব-১৪ এর লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান জানান, খালিয়াজুরীতে একটি মাদক ব্যবসায়ী চক্র বিভিন্ন এলাকায় ও আশপাশের জেলাসহ সবখানে মাদক পাইকারী ও খুচরা বিক্রি করে আসিছিলো। ওই চক্রের উপর বিভন্ন ভাবে নিবিড় গোয়েন্দা নজরদারিতে তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১ টায় খালিয়াজুরী সদর ইউনিয়নের চাঁনপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাব ১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল ৯ কেজি গাঁজাসহ আকিরুলকে আটক করে।
আকিরুল আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ হাওরাঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলেও স্বীকারোক্তি দেয়।
পরে তাকে খালিয়াজুরী থানা পুলিশের কাছে হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments