Sunday, May 5, 2024
মূলপাতাঅন্যান্যকলমাকান্দায় দুই সিএনজি মুখোমুখি, এক নারী নিহত

কলমাকান্দায় দুই সিএনজি মুখোমুখি, এক নারী নিহত

প্রান্ত সাহা বিভাস, কলমাকান্দা

নেত্রকোনার কলমাকান্দায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেবী আক্তার (২০) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন। এরমধ্যে সাত জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। সোমবার সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের ডুবিয়ারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবী আক্তার উপজেলার মন্তলা গ্রামের মারুফ বিশ^াসের স্ত্রী।
আহতরা হলেন, উপজেলার ডুবিয়ারকোনা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শহীদ উল্লাহ (৪০), মন্তলা গ্রামের আইয়ুব আলী বিশ্বাসের ছেলে মারুফ বিশ্বাস (২৪), নেত্রকোনার বাংলা এলাকার রতন সরকারের ছেলে রিপন সরকার (৪৫), আমতলা গ্রামের সুজন (৩২), সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শিংপুর গ্রামের শাহীনুর ইসলামের ছেলে মহিবুল (৪০), লামাগাঁও গ্রামের নবীনুরের স্ত্রী পারভীন (২৫) ও ছেলে জিহান (৩)। এরমধ্যে উন্নত চিকিৎসার জন্য চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের ডুবিয়ারকোনা এলাকায় দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে অটোরিকশা দুটি সড়কের দুই পাশে খাদে পড়ে যায়। এসময় বেবী আক্তার ঘটনাস্থলেই নিহত হন। চালকসহ নয় যাত্রী আহত হন।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের সুরতাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। পরবর্তী আইনীব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments