Sunday, May 5, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদকেন্দুয়া উপজেলাকেন্দুয়ায় বিশেষ ক্ষমতা আইনে বিএনপি'র ১৩৬ নেতাকর্মীর নামে মামলা

কেন্দুয়ায় বিশেষ ক্ষমতা আইনে বিএনপি’র ১৩৬ নেতাকর্মীর নামে মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ১৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

ওই মামলায় জেলা বিএনপির সদস্য সচিব, ড.রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঞা দুলাল, জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ান নাজমুল হাসান, ও কেন্দ্রীয় নেতা প্রকৌশলী মোস্তফা-ই জামান সহ ১৩৬ জনের নামউল্লেখ করে আরো ৬০/৭০ জনকে অজ্ঞাত নামা আসামী করা হয়েছে।

কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আলীমুর রাজী বাদী হয়ে শনিবার (১১ নভেম্বর) এ মামলা দায়ের করেন।

শনিবার উপজেলার মাসকা ইউনিয়ন বিএনপির ৪ নং ওর্য়াড সভাপতি রায়পুর গ্রামের মরহুম ফজর উদ্দিন ভূঞার ছেলে হাফিজ উদ্দিন ভূঞা (৫৬) কে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

মামলার বাদী কেন্দুয়া থানার এসআই আলীমুর রাজী জানান, নাশকতার মাধ্যমে ক্ষতি সাধন করা ও ককটেল বিস্ফোরণ ঘটানোসহ বিশেষ ক্ষমতা আইনে কেন্দুয়া থানায় মামলা হয়েছে।

১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments