Saturday, May 18, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদআটপাড়া উপজেলাকেন্দুয়ায় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলার ঘটনায় থানায় মামলা

কেন্দুয়ায় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলার ঘটনায় থানায় মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে আহতরা।

কেন্দুয়া সীমানার বাদে আঠারোবাড়ী এলাকার মোঃ সায়েদুর রহমানের পুত্র কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ বাদী হয়ে মাসকা ইউপি চেয়ারম্যান সালাম বাঙ্গালীসহ ১৯ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে মঙ্গলবার রাতে (১৯ ডিসেম্বর) কেন্দুয়া থানায় এই মামলা দায়ের করেন।মামলা সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ, গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টুর (ট্রাক) প্রতীকের কর্মীসমর্থকরা মাসকা বাজারে মিছিল বের করে।

এ সময় নৌকা প্রতীকের প্রার্থী অসিম কুমার উকিলের সমর্থক মাসকা ইউপি চেয়ারম্যান সালাম বাংঙ্গালীর নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পিন্টুর মিছিলের উপর অতর্কিত হামলা চালায়।
হামলায় পিন্টুর ৩০ জন কর্মী সমর্থক আহত হয়। এসময় হামলাকারীরা পিন্টুর নির্বাচনী কার্যালয়সহ ৫টি মোটরসাইকেল ভাংচুর করে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামূল হক বলেন, আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments