Monday, April 29, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদকেন্দুয়া উপজেলাকেন্দুয়ায় ২৫তম অষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত

কেন্দুয়ায় ২৫তম অষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত

হুমায়ুন কবির, কেন্দুয়া:
করোনাভাইরাস পরিস্থিতিতে গত দুই বছর নিষেধাজ্ঞার পর এবার কেন্দুয়ার গোগ বাজার এলাকায় সুতিসাইডুলি নদীর ত্রিবেনী ঘাটে ২৫ তম অষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে পাপ মুক্তির পূণ্য বাসনায় কয়েক শত তীর্থযাত্রী অংশ নিচ্ছেন এ স্নানোৎসবে। মন্ত্র উচ্চারণ করে পাপ মোচনের আশায় পূণ্যার্থীরা স্নানে অংশ নেন। স্নানের সময় ফুল, বেলপাতা, ধান, দূর্বা , হরিতকি, ডাব, আম পাতা ইত্যাদি পিতৃকুলের উদ্দেশ্যে জলে তর্পণ করছেন তারা।

স্নান উদযাপন কমিটির আহবায়ক সুনীল পোদ্দার ও সদস্য সচিব সমরেন্দ্র বিশ্বশর্মা জানান, শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত একটানা চলে এ স্নান উৎসব।

এতে কেন্দুয়া পাশ্ববর্তী মদন উপজেলাসহ কয়েক শত হিন্দু ধর্মের লোকজন অষ্টমী স্নান উৎসবে অংগ্রহন করেছেন। এই আয়োজনে হিন্দু ধর্মের লোকজনের পাশাপাশি এলাকার অন্যআন্য ধর্মের লোকজনও স্নান উৎসব দেখতে অংশগ্রহণ করেছেন।
এক কথায় বলতে গেলে এই অষ্টমী স্নানকে গিরে গোগ বাজার এলাকায় সুতিসাইডুলি নদীর ত্রিবেনী ঘাটে এক সম্প্রীতির বন্ধন ও মিলন মেলায় পরিনত হয়েছে।

এদিকে অষ্টমী স্নান উৎসবকে গিরে গোগ বাজার এলাকায় গ্রামীণ মেলায় মুড়ি, বিন্নি খই, রেশমি চুড়ি ইত্যাদি, মাটির তৈয়ার বিভিন্ন ধরনের জিনিস পত্র নিয়ে দোকানীরা আসেন।

এদিকে অষ্টমী স্নান উৎসবে আগত পুন্যার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন,কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর,কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম বাবুল,বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম জিলানী,ওয়াহিদুজ্জামান খান পাঠান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চেয়ারম্যান দুলাল কান্তি চৌধুরী,প্রাক্তন ইউ পি চেয়ারম্যান মোসলেম উদ্দিন, প্রভাষক সুবীরপোদ্দার,,বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সজল কুমার সরকার, প্রভাষক সমীর কুমার শর্মা রায়,সাংবাদিক হুমাযুন কবির ও সাংবাদিক জিয়াউর রহমান জীবন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments