Saturday, April 27, 2024
মূলপাতাঅন্যান্যখালিয়াজুরী আনসার কর্মকর্তার বিরুদ্ধে নারীকে অশালীন গালাগালের অভিযোগ

খালিয়াজুরী আনসার কর্মকর্তার বিরুদ্ধে নারীকে অশালীন গালাগালের অভিযোগ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষের বিরুদ্ধে একই অফিসের নারী আনসার সদস্য হেপী আক্তারকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১২ মার্চ) নেত্রকোনা জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্টের কাছে লিখিত ওই অভিযোগটি দেন হেপী আক্তার নিজেই। এর আগে তিনি গত ১১ জানুয়ারি এ অভিযোগ দেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরও।
অভিযোগে জানা যায়, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডিউটি পালনের জন্য নির্বাচনের আগের দিন ৬ জানুয়ারিতে খালিয়াজুরী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার সামনে আনসারের নির্ধারিত পোষাক ছাড়া উপস্থিত হয়েছিলেন খালিয়াজুরী সদরের আনসার সদস্য হেপী আক্তার (২৭)। নির্ধারিত পোষাক ছাড়া উপস্থিত হওয়ায় ‘আমাকে কি অফিসার মনে হয় না মাদারছোদ নেংটা মহিলা’ এমন ভাষায় একাধিক মানুষের সামনে হেপী আক্তারকে গালাগাল দেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা।
হেপী আক্তার আক্ষেপ করে বলেন, ইউএনও বরাবর দেয়া এ অভিযোগটির দু’মাস পেরিয়েছে। কিন্ত আজো এর কোন তদন্তই হয়নি।
ইউএনও মহোদয় গুরুত্ব না দেওয়ায় অভিযোগটি নিয়ে যখন নেত্রকোনা জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিনের কাছে গেলাম তিনি বললেন, আগে এখানে আসেননি কেন ? ‘ইউএনও’র কাছে অভিযোগ দিয়েছেন এখন তিনিই এর বিচার করুক’।
অবশ্য, বিরক্তি প্রকাশ করে তিনি অভিযোগটি রেখেছেন বলেও জানান হেপী আক্তার।
এদিকে, খালিয়াজুরী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষের দাবি, তিনি হেপী আক্তারকে গালাগাল দেননি।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম মিঞা বলেন, আমি এখানকার কর্মস্থলে নতুন যোগদান করেছি।
জানুয়ারিতে দেয়া হেপী আক্তারের কোন অভিযোগ আমি এখনো পাইনি।
তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।

জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিন বলেন, তদন্তের মাধ্যমে এ অভিযোগের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments