Monday, April 29, 2024
মূলপাতাঅন্যান্যচালের দাম বাড়ায় নেত্রকোনার মিলে অভিযান

চালের দাম বাড়ায় নেত্রকোনার মিলে অভিযান

চালের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় নেত্রকোনায় আকস্মিকভাবে চালকগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন (ডিসি)। তবে চালকল মালিক সমিতি সাথেই ছিলো। গত কয়েকদিনে হুট করে চালের দাম বৃদ্ধি পাওয়ায় গোপন খবরে শুক্রবার ছুটির দিনেও অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসক। সদর উপজেলার ফরিদপুর এলাকায় মজুমদার চালকলসহ কয়েকটিতে অভিযান চালায় জেলা প্রশাসক।

শুক্রবার সকালে পুলিশ ফোর্স সহ সংশ্লিষ্টদের সাথে নিয়ে জেলা প্রশাসক শাহেদ পারভেজ নিজে এই বিশেষ অভিযান পরিচালনা করেছেন। তবে সাথে চলে যান চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকী। এছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশীদসহ ডিসি ফুড।
এ-সময় মজুমদার চালকলের কাগজপত্র সহ মজুদ চালের হিসাব নিকাশ প্রাথমিক ভাবে সঠিক পাওয়ায় কোন জরিমানা ছাড়া তাদেরকে সতর্ক করে আসেন। যাতে কোন ধরনের কারসাজি না করে। তবে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিসি।
এনিয়ে চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকী বলেন লাইসেন্স ধারী ৪৯ টি চালকলে কোন সমস্যা নেই। লাইসেন্স বিহীন যেগুলো রয়েছে সেগুলোতে এসব করে থাকতে পারে। বিশেষ করে ধানের বাজারে নিয়ন্ত্রণ নেই বলে ধানের ব্যবসায়ীদের দিকে ইঙ্গিত দেন তিনি।
এদিকে জেলা প্রশাসক শাহেদ পারভেজ জানান, বাজারে চালের দাম বাড়ার খবর পেয়ে এই অভিযান। তবে অভিযানে বাড়তি মজুদ পাননি বলেও জানান তিনি। প্রতিটি উপজেলায় চলবে এ অভিযান। ধরতে পারলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে নিশ্চিত করেছেন।

 

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments