Wednesday, May 15, 2024
মূলপাতাঅন্যান্যজেলা পর্যায়ে আস্থা'র অবহিতকরণ সভা

জেলা পর্যায়ে আস্থা’র অবহিতকরণ সভা

জেলা পর্যায়ে যুবদের মধ্যে মূল্যবোধ সৃষ্টিতে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১১ টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন ও স্থানীয় বিভিন্ন নাগরিকদের নিয়ে নাগরিক প্লাটফর্মের আয়োজনে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহায়তায় এই আস্থা প্রকল্পের আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় সরকারের উপ পরিচালক মামুন খন্দকারের সভাপতিত্ব জেলা প্রশাসক শাহেদ পারভেজ যুবদের সম্পৃক্ততায় সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সভায় সকল পর্যায়ের নাগরিকরা তাদের মতামত দিয়ে বলেন, যুবনীতি নিয়ে এই কার্যক্রমে এসডিজি বাস্তবায়নে ভূমিকা রাখবে।
দেশের এক তৃতীয়াংশ যুবদেরকে একত্রিত করে মূল্যবোধ সৃষ্টি করতে পারলেই দেশে মানবিক নেতৃত্ব গড়ে উঠবে।
সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফারজানা পারভিন, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক স্বপন পাল, নেত্রকোনা বিতর্ক চর্চা কেন্দ্রের পরিচালক অধ্যাপক নাজমুল কবীর সরকার, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ ইমরান ও ব্রাকের সমন্বয়কারী প্রবাল সাহা প্রুমখ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments