Saturday, May 4, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলাতফসির উদ্দিনকে প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

তফসির উদ্দিনকে প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক তফসির উদ্দিন খানকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে নেত্রকোনা জেলা প্রেসক্লাব। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মরহুমের মরদেহ মোক্তারপাড়া প্রেসক্লাব চত্বরে নিয়ে আসা হলে সাংবাদিকসহ সুধী সমাজে শোকের ছায়া নেমে আসে।

এর আগে তিনি বুধবার বিকাল চারটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বৃহস্পতিবার সকাল থেকে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানে এক এক করে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
সকাল সাড়ে আটটায় মরহুমের সাবেক কর্মস্থল জেলার পুর্বধলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে নেত্রকোনা জেলা সদরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে সকাল সাড়ে ১০ টায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো আশরাফ আলী খান খসরু। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এরপরে প্রেসক্লাবে মরহুমের মরদেহ আনা হলে পদাধিকারবলে সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান খান, সাংবাদিক এম ফখরুল হক, মনিরুজ্জামান মহসিন, আলপনা বেগম, আনোয়ার হোসেন চৌধুরী, সঞ্জয় সরকার, কামাল হোসাইনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ শ্রদ্ধা জানায়। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মরদেহ নিয়ে গেলে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর গ্রামের বাড়ি সদর উপজেলার মেদনি ইউনিয়নের মেদনি গ্রামে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে বয়স ছিলো ৭৬ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্ত্রী অধ্যাপক রওশন আরা খান নেত্রকোনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। ছেলে মারুফ হাসান খান অভ্র জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এছাড়াও তিনি শিশু সংগঠন কচি কাঁচার নেত্রকোনার উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments