Sunday, May 19, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদখালিয়াজুরী উপজেলাধনু নদে ফেরি চলাচলের উদ্বোধন করলেন-ডাক টেলিযোগাযোগমন্ত্রী

ধনু নদে ফেরি চলাচলের উদ্বোধন করলেন-ডাক টেলিযোগাযোগমন্ত্রী

বিচ্ছিন্ন উপজেলা নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী থেকে জেলা শহরে সরাসরি যোগাযোগে ধনু নদে ফেরি চলাচলের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

টানা কয়েক মাস ঘাট মেরামত ও সড়ক সংস্কার শেষে ফেরি চলাচল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর ঘাটে ফেরি চলাচল উদ্বোধন করেন খালিয়াজুরীর কৃতি সন্তান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

পরে উদ্বোধনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

অন্যান্য মাঝে বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান রব্বানী জব্বার, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরিফ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমাসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।

সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধানে প্রায় এক কোটি ব্যায়ে ধনু নদীর উপর চালু হয়েছে ফেরি চলাচল। যদিও গত বছরের ডিসেম্বরেই ফেরি উদ্বোধন হওয়ার কথা ছিলো। শুধুমাত্র চালক সংকটের কারণে তারিখ পরিবর্তন হয়েছে কয়েকবার।

স্থানীয়রা বলছেন, এ বছর ইতিমধ্যেই বর্ষা শুরু হওয়ায় একমাসের বেশি চলাচল করবে না এই ফিরে। ফলে ফেরিটি তেমন কোন উপকারেই আসবে না স্থানীয়দের। তাই আগামী শুকনো মৌসুমের শুরু থেকে ফেরিটি চালু করতে উদ্যোগ নেয়ার দাবি জানান হাওরবাসী।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments