Saturday, April 27, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদকলমাকান্দা উপজেলানেত্রকোণায় ৩১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ

নেত্রকোণায় ৩১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ

সোহান আহমেদ:
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে ১০,৭০,০০০/- টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

নেত্রকোণা বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান পিএসসি কর্তৃক পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ খারনই বিওপির ১৫ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় আনুমানিক সাড়ে ১১ টায় কিছু সংখ্যক লোক ভারত হতে গাইট মাথায় করে মেইন পিলার ১১৭৭ এর নিকট দিয়ে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার ৬নং খারনই ইউনিয়নের গোপালবাড়ী নামক এলাকায় প্রবেশ করলে বিজিবি টহল দল তাদেরকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে ধাওয়া দিলে চোরাকারবারা মাথার থাকা গাইট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে টহল দল তাৎক্ষণিক উক্ত স্থান থেকে ০৯টি গাইট উদ্ধার করে বিওপিতে নিয়ে আসে। পরবর্তীতে উক্ত গাইট খুলে ভারতীয় বিভিন্ন প্রকার ৫২০ পিস শাড়ী এবং ৫৮ পিস লেহেঙ্গা পাওয়া যায়। যার আনুমানিক সিজার মূল্য ১০,৭০,০০০/- টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহ নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করা হয় ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments