Monday, May 6, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদদূর্গাপুর উপজেলানেত্রকোণা প্লাস্টিক জেলে আটকে থাকা অজগর সাপ উদ্ধার

নেত্রকোণা প্লাস্টিক জেলে আটকে থাকা অজগর সাপ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে প্লাস্টিক জেলে আটকে থাকা বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বারইকান্দি গ্রামে থাকে প্রাণীটিকে উদ্ধার করেন স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সদস্যরা।

জানা যায়, সোমেশ্বরী নদীর পাড়ের সাথেই বারইকান্দি গ্রামে ঝোপের ভেতর প্লাস্টিক জালের সাথে একটি প্রাণী আটকে থাকতে দেখেন স্থানীয়রা। এর মাঝে কয়েকজনে কাছ থেকে প্রাণীটিকে দেখার চেষ্টা করলে বুঝতে পারেন প্লাস্টিক জলের সাথে আটকে রয়েছে বিশাল আকৃতির একটি অজগর সাপ। পরে স্থানীয়রা যে যার মত একজন আরেকজনকে খবর দিলে বিষয়টি জানতে পারেন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সদস্যরা। স্বেচ্ছাসেবকরা স্থানীয়দের সহায়তায় প্লাস্টিক জাল কেটে অজগরটিকে উদ্ধার করেন।

তবে বেশ কয়েকদিন প্লাস্টিক যাদের সাথে আটকে থাকায় অজগরদের মাথায় ঘত চিহ্নের আঘাত পান সেচ্ছাসেবকরা। পরে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে অজগরটির প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় সদর ইউনিয়নের গহীন বনের প্রাণীটিকে অবমুক্ত করেন।

এদিকে স্থানীয়দের ধারণা গেল কিছুদিন আগে সোমেশ্বরীর আকস্মিক পাহাড়ি ঢলের তীব্র স্রোতের টানে হয় তো ভেসে আসা অজগরটি। পরে নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয় নেন নদীর পাড়ে ঝোপের আড়ালে। তবে ঝোপে প্লাস্টিক জাল পেঁচানো থাকায় জালেই পিছিয়ে যায় প্রাণীটি।

স্বেচ্ছাসেবকরা বলছেন, আমরা সংবাদ পাওয়ার পরপরই তাৎক্ষণিক অজগরটিকে উদ্ধার করেছি। তবে বেশ কয়েকদিন প্লাস্টিক জলের সাথে আটকে থাকার কারণে এর ঘাড়ে কিছুটা ক্ষত চিহ্নের আঘাত রয়েছে। আমরা প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা শেষে আবার বনে অবমুক্ত করেছি। এর আগেও আমরা মোট ২৬ টি রেস্কিয় অভিযানের মাধ্যমে বিভিন্ন প্রকার বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি এর মাঝে বিরল প্রজাতির অজগর সাপ রয়েছে ১০টি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments