Friday, April 26, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

আবিদ মো: আজরফ, নেত্রকোনা:
নেত্রকোনা পৌর শহরের নাগরা এলাকায় শর্ট সার্কিট থেকে আগুন লেগে বসতভিটা পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। আগুন লাগার সাথে সাথেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। ফায়ার সার্ভিস পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে নাগরা বাড়ইপাড়া এলাকার ক্ষিতিষ সরকারের ভাড়াটে ঘরে অগ্নিপাতের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী দ্রুত বালু ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। খবর পেয়ে নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি কান্ডের খবর শুনে বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণী-পেশার মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। এ নিয়ে স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্কও তৈরি করেছে অগ্নিকাণ্ডের ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষিতীশ সরকার ও জ্যোতিষ সরকারের টিনের বাসভবন থেকে সন্ধ্যার দিকে আগুনের শিখা বের হতে দেখে প্রতিবেশিরা বালতির পানি দিয়ে তা নেভানোর চেষ্টা চালায়। জরুরী ট্রিপল নাইন সার্ভিসে ফোন করলে আধঘণ্টা পর জেলা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে ভাড়াটে ধর্মপাশা উপজেলার মধ্যনগর গ্রামের বিমল চন্দ্র সরকারের ঘরে থাকা সব মালামাল পুড়ে যায়।

প্রতিবেশি ও সাবেক কাউন্সিলর জ্ঞানেশ চন্দ্র সরকার জানান, প্রতিবেশিদের সহায়তায় আগুন পার্শ্ববর্তী ঘরসমূহে ছড়িয়ে পড়া রোধ করা গেছে।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসার আগেই পার্শ্ববর্তী নদী থেকে শতশত মানুষ যে যেভাবে পেরেছে, পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেছে। আগুন লাগার সময় ঘরের ভেতর কেউ ছিলনা বলেও জানান তিনি।

জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান,’ বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সম্পূর্ণ ঘরটিই পুড়ে গেছে এ ঘটনায় আনুমানিক তিন-চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments