Saturday, May 18, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় অবিরাম বৃষ্টির ফলে মসজিদে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত।। ব্যাস্ত পশু...

নেত্রকোনায় অবিরাম বৃষ্টির ফলে মসজিদে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত।। ব্যাস্ত পশু কোরবানীতে

সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় এসকল জামাত।

সময় নির্ধারণ থাকলেও সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির জন্য কিছুটা বিলম্ব হয়। বৃহস্পতিবার সকাল ৮ থেকে শুরু হলে শহরের মোক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে কয়েক বারে ঈদ-উল- আযাহার জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে অংশগ্রহন করেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, প্রধানমন্ত্রীর সামরিক সচিব কবীর আহম্মদ, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ জেলার বিশিষ্ট রাজনৈতিক সামাজিক ও ব্যক্তিবর্গ।

জেলার ১০টি উপজেলার ৮৬ টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১ হাজার ৯৩ টি ঈদগা মাঠ ও মসজিদে ঈদ-উল- আযাহার জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাত শেষে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কুরবানীর মধ্য দিয়ে চলছে ঈদ উদযাপন।

এদিকে আইশৃঙ্খলা নিয়ন্ত্রণে আগে থেকেই সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়েছেন জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেই সাথে পশু কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও চামড়া সংরক্ষণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments