Saturday, May 4, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় জেলা পুলিশের মাকর্স একটিভ স্কুল চেস প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

নেত্রকোনায় জেলা পুলিশের মাকর্স একটিভ স্কুল চেস প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

সোহান আহমেদ:
নেত্রকোনায় মাকর্স একটিভ স্কুল চেস চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা পুলিশ ও ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেল ৫ টায় নেত্রকোনা পৌর শহরের সাতপাই ইনডোর স্টেডিয়ামে দু-দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি, মেডেল ও সনদ বিতরণ করা হয়।

জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

প্রতিযোগিতায় ৯ টি বিদ্যালয় ১৮ টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতি গ্রুপে ৬ জন করে মোট ১০৮ জন ক্ষুদে দাবাড়ু অংশগ্রহণ করে। এতে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী গ্রুপকে ট্রফি এবং গ্রুপের প্রত্যেক দাবাড়ু,ক্রীড়া শিক্ষককে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাজহারুল ইসলাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় সভাপতির বক্তব্যের শুরুতে পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ, বুদ্ধিদীপ্ত সমাজ বিনির্মাণে যুগোপযোগী পদক্ষেপে নেয়ায় বাংলাদেশ দাবা ফেডারেশনের চেয়ারম্যান ও ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, ড.বেনজির আহমেদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন জাতির আগামীর কান্ডারী প্রিয় শিক্ষার্থীদেরকে সুপ্ত প্রতিভায় বিকশিত হয়ে মেধা ও জ্ঞানভিত্তিক জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। এজন্য প্রয়োজন একাডেমিক শিক্ষার পাশাপাশি “Co Curriculum Activities”. নিয়মিত পড়াশোনার সহিত খেলাধূলা ও সুস্থ সংস্কৃতি চর্চা মননকে সঠিক পথে (সত্য ও ন্যায়ের পথ) ধাবিত করে। বিশ্বায়নের যুগে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ব্যতীত একদিনও চলা যেমন অসম্ভব ঠিক একইভাবে এর নেতিবাচক দিকও রয়েছে।

তাই তরুণ সমাজকে ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক আসক্তি, সামাজিক অবক্ষয় মূলক কর্মকান্ড(মাদক,ইভটিজিং,কিশোর গ্যাং,অসৎ সঙ্গ,ইত্যাদি) থেকে মুক্ত রাখার উপায় হচ্ছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করানো।

শরীর সুস্থ রাখার জন্য যেমন শারীরিক পরিশ্রম প্রয়োজন একইভাবে মস্তিষ্কের সুস্থতার জন্য প্রয়োজন বুদ্ধিদীপ্ত খেলাধুলা। এক্ষেত্রে দাবা খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আইজিপি মহোদয়ের এই মহতী উদ্যোগ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তৃত করার মাধ্যমে মেধা সম্পন্ন সমাজ বিনির্মাণে জেলা পুলিশের প্রয়াস অব্যাহত থাকবে।

এদিকে প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বক্তব্যে বলেন, শুধু লেখাপড়া করলেই হবেনা,মস্তিষ্কের সুস্থ বিকাশের জন্য খেলাধুলাও করতে হবে। দাবা খেলা মাথা ঘামানো ও চিন্তার খেলা। এককেন্দ্রিক যেকোন বিষয় মানুষকে রোবটে পরিণত করে, তাই বহুমুখী প্রতিভা সম্পন্ন হতে হবে। সময়োপযোগী উক্ত প্রতিযোগিতা আয়োজনের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান তিনি।

পরিশেষে সহযোগিতা করায় আবুল খায়ের গ্রুপ এন্ড কোম্পানিকে ধন্যবাদ ও এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments