Sunday, April 28, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব

নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব

প্রতি বছরের ন্যায় এবারো নেত্রকোনায় নেচে গেয়ে হুমায়ূন ভক্তরা উদযাপন করেছে হিমু উৎসব নামে লেখকের ৭৫তম জন্মদিন। সোমবার সকালে এগারোটায় শহরের সাতপাই থেকে তারুণ্যনির্ভর সংগঠন হিমু পাঠক আড্ডার আয়োজনে নান্দনিক আনন্দ শোভাযাত্রা বের হয়।

বার্ধক্যজনিত কারণে হিমু পাঠক আড্ডার প্রধান উপদেষ্টা বিশিষ্ট চিন্তাবিদ অধ্যাপক যতীন সরকার ভার্চুয়ালি শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেছেন। পরে হুমায়ূন আহমেদের নাটক সিনেমায় ব্যবহৃত গানের তালে তালে হিমু-রুপা সেজে তরুণ যুবারা পুরো সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে গিয়ে শোভাযাত্রার সমাপনী করে। সেখানে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) বিপীন চন্দ্র বিশ^াস হিমু-রুপাদের বরণ করে তাদের নিয়ে কেক কাটেন।

আনন্দ শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সকল ধরনের নেতৃবৃন্দরা তরুণদের সাথে মিলে মিশে একাকার হয়ে হিমু উৎসবের এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। রীরা নীল শাড়িতে রুপা সাজে এবং পুরুষরা হলুদ পাঞ্জাবি ও টি শার্ট পড়ে হিমু সেজে নান্দনিক শোভাযাত্রা শেষ করেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে গানে ও আড্ডায় সাংস্কৃতিক পরিবেশনা।

কেক কাটা অনুষ্ঠানে সংগঠনের পরিচালক সাংবাদিক আলপনা বেগমের সভাপতিত্বে মুক্তমঞ্চে কেক কাটা পূর্ববর্তী আলোচনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) বিপীন চন্দ্র বিশ্বাস।

এছাড়াও অধ্যাপক মতীন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সুজনের সভাপতি প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, প্রেসক্লাবের সদস্য সচিব এডভোকেট হাবিবুর রহমান, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, চন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান, নারী প্রগতি সংঘের মৃনাল কান্তি চক্রবর্তী, কবি সাজ্জাদ খান, দুর্গাপুরের কলেজ শিক্ষক সাইফুল আলম স্বপন, বাউল সমিতির নেতা বেতারের শিল্পী আবুল বাশার, মডেল থানার ওসি লুৎফর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments