Friday, April 26, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদবারহাট্টা উপজেলানেত্রকোনার বারহাট্টা বিএনপির সম্মেলন পন্ড করে দিয়েছে উপজেলা চেয়ারম্যান মঞ্চে আগুন

নেত্রকোনার বারহাট্টা বিএনপির সম্মেলন পন্ড করে দিয়েছে উপজেলা চেয়ারম্যান মঞ্চে আগুন

নেত্রকোনার বারহাট্টায় বিএনপি আয়োজিত সম্মেলন হওয়ার পূর্বেই পন্ড করে দিয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান। শনিবার দুপুরে সম্মেলনের পূর্ব নির্ধারিত সময়ের আগেই সম্মেলনস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে চেয়ারম্যনের ফেইসবুক নিজ আইডি সহ বিভিন্ন আইডিতে পোষ্ট করা ছবিতে দেখা গেছে উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মাঈনুল হক কাশেমের নেতৃত্বে নেতাকর্মীদেরকে হাতে লাঠি সোঠা নিয়ে টহল দিতে।

বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মাঈনুল হক কাশেম জানান, দেশজুরে বিএনপি অরাজকতা সৃষ্টি করেছে। আর এই অরাজকতা বসে বসে দেখছে আমার দলের কিছু নেতা যারা পদ পদবি নিয়ে বসে আছেন। আমার নেতা জেলার সম্পাদক মাননীয় মন্ত্রী বলেছেন বিএনপি যেন কোন নাশকতা করতে না পারে। সে জন্য আমি গুটিকয়েক আওয়ামী লীগের নেতা ও ছাত্রলীগের যুবলীগের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করেছি।

তিনি বলেন, বিএনপি উপজেলা ফায়ার সার্ভিসের সাব স্টেশন এলাকায় সম্মেলনের নামে নাশকতা করার পরিকল্পনা করছিলো। এর আগে ১ সেপ্টেম্বর নেত্রকোনায় পুলিশকে আহত করেছে পথচারীদের আহত করেছে। শনিবার বিভিন্ন মোড়ে মোড়ে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে স্লোগান দিয়ে মিছিল নিয়ে জরো হচ্ছিল।

আমরা তাদেরকে প্রতিহত করে সরিয়ে দিয়েছি যাতে কোন নাশকতা না হয়। আমরা একটা মিছিলও শহরে ঢুকতে দেইনি। যাতে কোন পথচারী মানুষ ক্ষতিগ্রস্থ না হয়। পুলিশও মিছিল গুলো উপজেলায় ঢুকতে দেয়নি। তবে মঞ্চে কে বা কারা আগুন দিয়েছে তা তিনি জানেন না বলে জানান।

তবে তিনি জানান আমরা তাদের সমো¥লন পন্ড করে দিয়েছি। কারণ শোনা যায় বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের অনেক টাকা। এই টাকায় আমাদের কিছু সুবিধাভোগী নেতারা চুপচাপ থাকে। তাদেরকে নাশকতা করতে দেয়। এরা নেত্রকোনা শহরে তান্ডব করেছে সেদিন। তাই আমি আমার সামর্থ্য দিয়ে এদেরকে প্রতিহত করেছি।

জানা গেছে, বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিলো। আহ্বায়ক মোস্তাক আহমেদ ও সদস্য সচিব আশিক আহমেদ কমল তাদের কাউকেই সম্মেলন স্থলে যেতে দেয়া হয়নি। বারহাট্টা থানার ওসি জানান, আমরা এমন কোন অভিযোগ পাইনি। কেউ কিছু বলেনি।তবে গোপালপুর একটি পোল্ট্রি ফার্মের টিনসেডে তাদের বেলা আড়াইটায় একটা সম্মেলন হওয়ার কথা ছিলো বলে জানান তিনি।

এ ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের কারো সাথে কথা বলা যায়নি। জেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীর ফোনে একাধিকবার চেষ্টা করওে কথা বলা সম্ভব হয় নি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments