Friday, May 3, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল নিয়ে নকলের দায়ে আটক যুবক

নেত্রকোনায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল নিয়ে নকলের দায়ে আটক যুবক

নেত্রকোনায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইলের মাধ্যমে প্রশ্ন পত্রের ছবি তুলে পাঠানোর সময় ধরা পড়েছে জহিরুল ইসলাম নামের পরীক্ষার্থী এক যুবক।

শহরের আবু আব্বাছ ডিগ্রি কলেজ কেন্দ্রে শুক্রবার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।

মো. জহিরুল ইসলাম ফকিরকে পরীক্ষার মধ্যবর্তী সময়ে এন এস আইয়ের তথ্যের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, শুক্রবার জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের বিজ্ঞান ভবন ৩০৩ নং কক্ষে মোঃ জহিরুল ইসলাম ফকির মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে (হোয়াটস্ এ্যাপ)-এ হলের বাহিরে পাঠায়।

বিষয়টি টের পেয়ে এন এস আই-এর সদস্যরা ওই হলে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেনকে জানালে তাৎক্ষণিক জহিরুল ইসলাম ফকিরকে চ্যালেঞ্জ করা হয়। তার পরীক্ষার রোল নং- ২০১৮৯১৭।

এ ব্যাপারে হলের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান বাদী হয়ে জহিরুল ইসলাম ফকিরকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন।

শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানার ওসি (তদন্ত) মো. সোহেল রানা জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে আটক জহিরুল ইসলাম ফকিরের বিরুদ্ধে থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments