Saturday, April 27, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঈদ জামাত অনুষ্ঠিত

নেত্রকোনায় বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঈদ জামাত অনুষ্ঠিত

বৈরী আবহাওয়া উপেক্ষা করেই নেত্রকোনা জেলার ১০ উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির মাঝেই পাড়া মহল্লায় নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এরই মাঝে বন্যা কবলিত এলাকা দুর্গাপুর কলমাকান্দা সহ জেলার ১০ উপজেলার ২৫৭৯ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের বাস্তবায়নে পুলিশের নজরদারিতে সম্পন্ন হয়েছে ঈদুল আজহার জামাত। নেত্রকোনা পৌরসভার আয়োজনে শহরের মোক্তারপাড়া জামে মসজিদে সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু নামাজ আদায় করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, (রাজস্ব) মুহম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, (অপরাধ) হারুন অর রশিদ, নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ নামাজে অংশ নেন। পরে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সোয়া নয়টায়।
নামাজ আদায় করে প্রত্যেকেই একে অপরের সাথে ভাতৃত্ব বন্ধনে কোলাকুলি করেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments