Tuesday, April 30, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ

নেত্রকোনায় শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ

সাম্প্রতিক সময়ে দেশের কয়েক স্থানে শিক্ষক লাঞ্ছনা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বুধবার (২০ জুলাই) বেলা ১২টার দিকে ছাত্র-শিক্ষক-সাংস্কৃতিক কর্মী সমাবেশের ব্যানারে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে নেত্রকোনা জেলা উদীচী শিল্পী গোষ্ঠী।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে যেভাবে শিক্ষক লাঞ্ছনা ও সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে সেটি উদ্বেগজনক। নানা ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকদের উপর হামলাসহ সংখ্যালঘুদের উপর এমন হামলার ঘটনায় প্রতিয়মান হয় যে, একটি গোষ্ঠী এখনো দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এসব ঘটনায় জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করার জোর দাবী জানানো হয় প্রতিবাদ কর্মসূচী থেকে। অন্যতায় আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন বক্তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সম্পাদক অসিত ঘোষ, নারী প্রগতি সংঘের ব্যাবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments