Saturday, April 27, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় সমাজসেবার চিকিৎসা সহায়তা ৫৩ লাখ টাকার চেক প্রদান

নেত্রকোনায় সমাজসেবার চিকিৎসা সহায়তা ৫৩ লাখ টাকার চেক প্রদান

নেত্রকোনার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড এবং জন্মগত হৃদ রোগীদের চিকিৎসার জন্য সমাজ কল্যাণ মন্ত্রনালয় প্রদত্ত আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে ১০৬ জনের মাঝে প্রতিজন ৫০ হাজার টাকা করে ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ১০৬ জন রোগীর মাঝে আর্থিক সহায়তার এসকল চেক বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলালউদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম এবং রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু। এছাড়াও গত অর্থ বছর এবং চলমান অর্থবছরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড এবং জন্মগত হৃদ রোগীদের চিকিৎসার জন্য এ পর্যন্ত ২,৫৪০ জনের মাঝে ১২ কোটি ৭০ লাখ টাকা চেকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রদান করা হয় বলে মন্ত্রী জানান।

তিনি বলেন, কোন মানুষ এ সরকারের আমলে কষ্ট ভোগ করবে না। কেউ না খেয়ে থাকবে না। কেউ গৃহহীণ থাকবে না। জননেত্রী শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জনবান্ধব এই সরকারের সময়ে দেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। নেত্রকোনা জেলায় একটি পাবলিক ভার্সিটি ও মেডিকেল কলেজ স্থাপন হয়েছে। এছাড়াও অসংখ্য ব্রিজসহ সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আমাদের সরকারের সময়েই। সুতরাং এই সরকারের বারবার প্রয়োজন দেশের মানুষের জন্যই।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments