Monday, April 29, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনা সাধারণ গ্রন্থাগারের সাধারণ সভায় কোরাম না হওয়ায় মুলতবি অত:পর সভা...

নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারের সাধারণ সভায় কোরাম না হওয়ায় মুলতবি অত:পর সভা অনুষ্ঠিত

দীর্ঘদিন পরে নেত্রকোনার সাধারণ গ্রন্থাগারের সধারণ সভা শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোরাম না হওয়ায় সভার মুলতবি ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পরে আবারো সভা শুরু করা হয়। এতে সভাপতিত্ব করেন গ্রন্থাগারের সভাপতি জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ, গ্রন্থাগারের সহ সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, সম্পাদক মারুফ হাসান খান অভ্রসহ অন্যরা।

তবে এগারো শতাধিক সদস্যের মধ্যে মাত্র দেড়শতও মতোন সদস্য উপস্থিত হওয়ায় এই সভার মুলতবি ঘোষনা করলেও পরবর্তীতে কোরাম ছাড়াই সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচ্যসূচি ছিলো সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ, বাজেট পেশ ও অনুমোদন, গঠনতন্ত্র সংশোধন এবং বিবিধ।

সভায় বিশেষ অতিথি সংরক্ষিত আসনের সাংসদ হাবিবা রহমান খান শেফালী বলেন, গ্রন্থাগার হচ্ছে একটি মানুষকে আলোকিত করার জায়গা। এখানে কে কাকে ভোটার বা সদস্য বানাচ্ছেন এটা দেখার বিষয়।
পড়াশোনা করতে আগ্রহী হয়ে কেউ আসছে কিনা অথবা কাউকে নিজেদের স্বার্থে বানানো হচ্ছে কিনা এটিও অবশ্যই দেখতে হবে। এছাড়া এই সভার চিঠি সবাই পেয়েছেন কিনা সেটাও একটা বিষয়।

সভার প্রধান অতিথি প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেন গঠনতন্ত্র সংশোধন করতে হলে অবশ্যই কোরাম হওয়া সাধারণ সভা করে করতে হবে। বাজেট পাশসহ সবগুলোতেই সাধারণ সভা করে করা উচিৎ। সভার সমাপনি বক্তব্যে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান কমিটিকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন উন্নয়নকাজের আশ্বাস প্রদান করেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments