Wednesday, May 1, 2024
মূলপাতাঅন্যান্যফলিত পুষ্টির গুণাগুণ নিয়ে সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষন

ফলিত পুষ্টির গুণাগুণ নিয়ে সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষন

নেত্রকোনায় বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে ফলিত পুষ্টির গুণ সম্পর্কে অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

তিনদিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের রাজুরবাজার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)।

এতে নেত্রকোনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মৎস্য, প্রাণিসম্পদ, স্বাস্থ্য অধিদপ্তরের মাঠকর্মী, ইউপি সদস্য, ইমাম, পুরোহিত, এনজিওকর্মীসহ অনলাইনে নিবন্ধনকৃত প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

মঙ্গলবার বারটান প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী দিনে অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

বারটানের আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা. আলতাফ-ইন-নাহার এর তত্বাবধানে মোট ৬০ জন প্রতিনিধিদের মাঝে বিশেষজ্ঞগণ এক এক বিষয়ে প্রশিক্ষণ দেন।

আর এই প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে তারা পরবর্তীতে ফলিত পুষ্টি নিয়ে স্ব-স্ব অবস্থানে আলোচনা করবেন।
সেইসাথে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান আয়োজক।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments