Saturday, May 4, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলামগড়া নদীর ভাঙ্গন প্রতিরোধে অস্থায়ী ব্যবস্থা- পরিদর্শনে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

মগড়া নদীর ভাঙ্গন প্রতিরোধে অস্থায়ী ব্যবস্থা- পরিদর্শনে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

সোহান আহমেদ:
নেত্রকোনার পৌরসভার ২নং ওয়ার্ডের সাতপাই কালীবাড়ি সংলগ্ন মগড়া নদীর ভাঙ্গনে বিধ্বস্ত সড়কটি সংস্কার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনে নির্দেশনায় পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় জিও ব্যাগ ফেলে নদীর ভাঙ্গন সাময়িক রোধ করা হয়েছে। রবিবার বিকেলে সরেজমিন পরিদর্শন শেষে জনসাধারনের জন্য সড়কটি উন্মুক্ত করে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

কিন্তু মেরামত কাজে ব্যবহৃত বালুর উচ্ছিষ্ট  অংশ সড়কের বিভিন্ন স্থানে পরে থাকায় ধুলোয় আচ্ছন্ন হয়ে পরছে পুরো এলাকায়। এতে পথচারিদের চলাচলে বিঘ্নতা সৃষ্টির পাশাপাশি চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়ে পরেছে বলছেন স্থানীয়রা। এমন অবস্থায় তেমন ব্রুক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের নিয়োগকৃত সংস্লিষ্ট ঠিকাদারদের। সামনেই দূর্গাপূজা এর আগেই গুরুত্বপূর্ণ সড়কটি পরিস্কারে সংস্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি পথচারিদের।

এদিকে সোমবার দুপুরে সংস্কারকৃত সড়কটি পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। এ সময় ফুলের তোরা দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করেন পানি উন্নয়ন বোর্ডেন নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান। পরে ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন শেষে স্থায়ী ব্যবস্থায় পৌর কতৃপক্ষকে নদী তীরবর্তী স্থানে ড্রেইনেজ সিস্টেমসহ নদীতে ময়লা আবর্জনা ফেলা বন্ধ, বাসা, বাড়ির পয়নিস্কাশন পাইপলাইন বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান জানান, সড়কটি রক্ষায় জরুরী ভিত্তিতে অস্থায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। পরবর্তীতে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে। এতে ৪৭ শত জিওব্যাগ তৈরীতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা। সড়কে পরে থাকা বালু সরিয়ে নিতেও ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments