Saturday, April 27, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদমোহনগঞ্জে শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে উচ্চ পদস্থরা

মোহনগঞ্জে শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে উচ্চ পদস্থরা

সোহান আহমেদ:
শৈলজারঞ্জন মজুমদারের স্মৃতি সংরক্ষণে অত্যাধুনিক ও নান্দনিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে কেন্দ্রটি।মোহনগঞ্জে স্থাপিত সাংস্কৃতিক কেন্দ্রটি শনিবার বিকেলে পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা।

এর আগে সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে “শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র কল্যাণ ট্রাস্ট” পরিচালনা বিষয়ক ট্রাস্টি বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। যার ঐকান্তিক প্রচেষ্টায় প্রত্যন্ত অঞ্চলে দৃষ্টিনন্দন সাংস্কৃতিক কেন্দ্রটি গড়ে উঠেছে।

শুধুমাত্র সাংস্কৃতিক কেন্দ্রই নয় তার নিরলস প্রচেষ্টায় গেল পাঁচ বছরে নেত্রকোনায় অত্যন্ত জন গুরুত্বপূর্ণ বেশকটি সমস্যা সমাধান হয়েছে। যেগুলোর উন্নয়ন কার্যক্রম এখন দৃশ্যমান। যা বিগত ২০বছরেও হয়নি এমন মন্তব্য সাধারণ মানুষের। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা মেডিক্যাল কলেজ, যোগাযোগে আন্তঃনগর ট্রেন চালু, সড়ক প্রশস্তকরন, হাওরাঞ্চল মোহনগঞ্জে আধুনিক রেলওয়ে স্টেশন, মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন অন্যতম। দীর্ঘদিনের কর্মদক্ষতা ও পারিবারিক ভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় নেত্রকোনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন সহজ হয়েছে এমনটাই মনে করেন স্থানীয়রা।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঘন্টাব্যাপী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। অন্যানের মাঝে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কবির, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ড. সৌমিত্র শেখর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব শামীম খান, অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের, যুগ্মসচিব মোঃ আমিরুল ইসলাম, নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক, লিয়াকত আলী লাকী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক যতীন সরকার,বাংলাদেশ টেলিভিশন প্রাক্তন মহাপরিচালক ম. হামিদ।

পরে বিকেলে মোহনগঞ্জ উপজেলার বর কাশীয়া বিরামপুর ইউনিয়নের বাহাম গ্রামে শৈলজানঞ্জন মজুমদারের স্মৃতি বিজড়িত বাড়িতে নবনির্বিত কেন্দ্রটি পরিদর্শন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব, সাজ্জাদুল হাসান,শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম কবির, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.সৌমিত্র শেখর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রায় ঘন্টাখানেক কেন্দ্রটির চিত্রকর্ম ও নান্দনিকতা ঘুরে দেখেন তারা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments