Tuesday, May 21, 2024
মূলপাতাঅন্যান্যহ্যালো এসপিতে পাওয়া যাবে সেবা

হ্যালো এসপিতে পাওয়া যাবে সেবা

নেত্রকোনায় জঙ্গিবাদ, মাদক, সাইবার অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলার ১০টি থানায় ১০১ বিট রয়েছে। প্রতিটি বিটে সাব ইন্সপেক্টর পদমর্যাদার একজন দায়িত্বশীল পুলিশ অফিসার নিয়োজিত রয়েছে।

বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ সোমবার জেলার ২০০ টির অধিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের সহায়তায় ইভটিজিং, মাদক, নারী নির্যাতন , বাল্যবিবাহ , মোবাইলের অপব্যবহার, কিশোর গ্যাং , আত্মহত্যা বিষয়ক ক্ষতিকর দিক সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করেন।

যে কোন স্থানে অপরাধ সম্পর্কে সংবাদ পাওয়া গেলে বা ছাত্রছাত্রীরা জানতে পারলে, জাতীয় জরুরি সেবা নাম্বার – ৯৯৯ এবং হ্যালো এসপি নম্বরের যোগাযোগ করার জন্য বলেন।
স্কুলের শিক্ষার্থীদের সচেতন করতে জেলা পুলিশের এই উদ্যোগ সময়োপযোগী বলে মনে করেন অনেকে।

বিট পুলিশিং কর্মকর্তাগণ তাদের কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত ভাবে এলাকার বিভিন্ন গোষ্ঠীগত দ্বন্দ্ব, জঙ্গি,সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য নির্মূল সহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষ্যে ইউ,পি চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় জনগনকে সাথে নিয়ে বিট পুলিশিং উঠান বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে সচেতন করেন।

এবিষয়ে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র মো লুৎফর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জানান যে, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলার ১০১ বিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ স্কুলে শিক্ষার্থীদের সচেতন করতে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

নিয়মিত অপরাধ দমন ও নিবারণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের সকল অসংগতির বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments