হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার নবনির্বাচিত ১২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়ার আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার কর্মকর্তা, জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা সহ কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চম ধাপে অনুষ্ঠিত জেলার কেন্দুয়া উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তার মধ্যে একটি ইউনিয়ন নির্বাচনিয় সংহিতার কারনে বন্ধ করা হয়।
পরে তা গত ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে। এই একটি ইউপির চেয়ারম্যান বাদে বাকী ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহন আজ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ ঃ কেন্দুয়া উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকের ৮ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫ জন বিজয়ী হয়েছেন।