সোহান আহমেদঃ
আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা সাড়ে ১১ টায় মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে বেলুন উড়িয়ে দিনটি শুভ সূচনা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পরে অতিথিদের পাশে নিয়ে জুলিও কুরি ডাকটিকেট উন্মুক্ত করে আনুষ্ঠানিক ভাবে জেলা পোস্ট মাস্টার শামছুন্নাহারের হাতে ডাক টিকেট ও খাম তুলে দেয়া হয়।
পরে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনপুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড: আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমানসহ আরো অনেকেই।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।