Tuesday, April 30, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত প্রয়োজনের তুলনায় অপ্রতুল

নেত্রকোনায় বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত প্রয়োজনের তুলনায় অপ্রতুল

সোহান, আহমেদ:
নেত্রকোনা বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এরমাঝে হাওরাঞ্চল মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী ও আটপাড়ায় ব্যক্তি উদ্যোগেও গত এক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। যদিও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

স্থনীয় সংসদ সদস্য সমাজকল্যান প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর এমপির নেতৃত্বে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বানভাসি মানুষের মাঝে নগদ অর্থ, চাল, ডাল তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করছেন। প্রায় সকলেই বিভিন্ন আশ্রায়ন কেন্দ্রেই এ সকল খাদ্য সামগ্রী বিতরন করছেন। এর ফলে দূর্গম এলাকার বানভাসিরা বঞ্চিত হচ্ছে খাদ্য সহায়তা থেকে। এতে চরম দূর্দশায় দিন কাটছে তাদের। কারন ঘর থেকে পানি নেমে যাওয়ায় বাড়িতে যেতে শুরু করেছেন অনেকেই।

প্রতিদিনই জেলার ১০ উপজেলার ৫টিতে সেনাবাহিনীসহ সকল উপজেলাতেই জেলা ও পুলিশ প্রশাসন, সামাজিক রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন উদ্যোগে ত্রান তৎপরতা বৃদ্ধি পেয়েছে। নেত্রকোনা পৌরসভার উদ্যোগে সদর বারহাট্টা এলাকার বিভিন্ন স্থানে বানবাসি মানুষের মাঝে খাদ্য সোমগ্রী বিতরন করেছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।  এ ছাড়াও বিভিন্ন এনজিও সংস্থা,সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ ব্যাক্তি উদ্যোগেও এগিয়ে আসছেন অনেকেই।

শুক্রবার বিকেলে শেরপুর জে এন্ড এস গ্রুপের সহযোগিতায় মদন পৌর শহরে দেওয়ান বাজার এলাকায় হতদরিদ্র বানবাসীদের মাঝে নগদ অর্থসহ ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। নেত্রকোনার সাতপাই নদীরপাড় এলাকার যুবসমাজের উদ্যোগে স্থাণীয়দের কাছ থেকে অর্থ সংগ্রহ করে হাওরাঞ্চলের অন্তত ১৫শ মানুষকে বিরিয়ানি রান্না করে খাইয়েছেন। এতে কষ্ট হলেও আনন্দি উদ্যোক্তরা।

এদিকে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নিজস্ব উদ্যোগে আটপাড়া উপজেলার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে আশ্রায় কেন্দ্রগুলোতে আশ্রিত পাঁচ শতাধিক বানভাসির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। এ সময় উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments