Thursday, March 28, 2024
মূলপাতাকৃষি সংবাদআদর করে নাম রেখেছে সুলতান

আদর করে নাম রেখেছে সুলতান

হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভার ওয়াশের পুর মহল্লার খামারি বকুল মিয়া। গত তিন বছর ধরে খুব যত্ন নিয়ে একটি ষাঁড় বাছুরের লালন পালন করছে তিনি। আদর করে নাম রেখেছে সুলতান।

গত বছর ঈদুল আজহায় কাঙ্ক্ষিত দাম না পাওয়া সুলতানকে বিক্রি করতে পারেননি বকুল মিয়া। তাই এবার কোরবানির ঈদে সুলতানকে ৫ লাখ টাকায় বিক্রির আশা করছেন তিনি।

খামারি বকুল মিয়া পেশায় একজন কৃষক। তার একটি দেশীয় জাতের গাভী তিন বছর আগে ব্রামা ক্রস একটি ষাঁড় বাছুরের জন্ম দেয়। তখন সেই বাছুরের নাম রেখেছিলেন সুলতান।

খামারি বকুল মিয়া বলেন, সুলতানের বর্তমান প্রায় ওজন ২৫ মন,লম্বা ৯ ফুট,উচ্চতা ৫ ফুট। সুলতানের খাবারের তালিকায়,খড়, তাজা ঘাস বাদেও সুলতানকে প্রতিদিন খৈল, ভুসি, ভাতের মাড় ও চালের খুদি খাওয়াতে হয়।

খামারি বকুল মিয়া আরো বলেন, সুলতানকে খামার থেকে বের করতে কমপক্ষে ৫ থেকে ৬ জন লোক লাগে। তাই সচরাচর তাকে বের করি না।

করোনাকালিন সময় যেহেতু বাজারে তারা সুলতানকে নিতে পাচ্ছেনা,তাই তারা সুলতান কে অনলাইনে মাধ্যমে সুলতানকে বিক্রি করতে চান। তাই খামারি বকুল মিয়ার একটি মোবাইল নাম্বার দেয়া হল প্রয়োজনে ক্রেতাগন 01715 132352 এই নাম্বারে যোগাযোগ করতে পরবেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments