সোহান আহমেদ:
নেত্রকোনার কলমাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
সোমবার দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ মোড়ে স্থানীয় এলাকাবাসী ও নিহত পরিবারের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান, নিহতের শশুর আব্দুল আমিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা জানান, গত ১০ ডিসেম্বর দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শালিশ চলাকালে নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের বন্ধু সমাজ কল্যাণ ক্লাবের সহ সভাপতি আশাদ মিয়া (৩০)কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় ১৫ জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের শশুর আব্দুল আমীন। জড়িত সকল আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান স্থানীয়রা।