Saturday, October 5, 2024
মূলপাতাঅন্যান্যকেন্দুয়ায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ি ঘরে হামলায় নারীসহ আহত ৩

কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ি ঘরে হামলায় নারীসহ আহত ৩

 হুমায়ুন কবির, কেন্দুয়া:  নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের মগরাইল গ্রামে পূর্ব হইতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতি পক্ষের হামলায় একই পরিবারের এক নারী সহ আহত হয়েছেন তিন জন।

আহতরা হলেন,উপজেলার মগড়াইল গ্রামে আব্দুল হাই,শামছুন্নাহার, সনিয়া আক্তার। এদের মধ্যে আব্দুল হাই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া শামছুন্নাহার, সনিয়া আক্তার উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আহত আব্দুল হাই বাদী হয়ে মঙ্গলবার (৯মার্চ) রাতে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিবরনে জানা যায়, একই গ্রামের রিয়াদ হুনেস,ইদ্রিছ আলী গংনদের সাথে,পর্ব হইতে বসত বাড়ির জায়গা জমি নিয়ে মনোমালিন্য ও শত্রুতা চলিয়া আসিতেছিল, আব্দুল হাই গংদের।

এর জের হিসেবে গত সোমবার বিবাদী রিয়াদ হোসেন গংরা ধারালো দেশীয় অস্ত্রাদী নিয়ে আব্দুল হাইর বাড়ি ঘরে হামলা চালিয়ে আব্দুল হাইসহ তার স্ত্রী সামছু নাহার ও মেয়ে সনিয়া আক্তারকে আহত সহ ঘরে থাকা বিভিন্ন জিনিস পত্র ভাংচুর করে প্রতিপক্ষের রিয়াদ হুসেন গংরা।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, আভিযোগের ভিক্তিতে মামলা রুজ করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইন গন ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments