নেত্রকোনার কেন্দুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কাঠ বোঝাই হ্যান্ডট্রলি উলটে চালক শাকিল মিয়া (২৩) নিহত হয়েছেন। জামালপুর জেলা থেকে কিশোরগঞ্জ হয়ে নেত্রকোনা আসার পথে এই দুর্ঘটনা ঘটে। শাকিল জামালপুর জেলার সদর উপজেলার কচুন্দরা গ্রামের ইমান আলীর ছেলে।
পুলিশ জানায়, জামালপুর থেকে হ্যান্ডট্রলি করে কাঠ নিয়ে আসে শাকিল। কিশোরগঞ্জ দিয়ে নেত্রকোনা যাওয়ার পথে জেলার কেন্দুয়া উপজেলার বংগানিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উলটে নিচে পড়ে যায় চালক।
সকালে মসজিদের ইমাম দেখে খবর দিলে কেন্দুয়া থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।