হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোণার কেন্দুয়া ঝড় বৃষ্টিতে পুকুরের পাড় ভেঙ্গে মাছ বেড়িয়ে যাওয়ায় পাঁচ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আবুল হাসেম (৬০) নামে ক্ষুদ্র এক মৎস চাষীর। আবুল হাসেম উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুর্শার গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ মে) রাতে উপজেলার রাজীবপুর দীঘলকুর্শা গ্রামের আবুল হাসেম কান্না জনিত কন্ঠে জানান, বাড়ির পাশে চল্লিশ শতাংশ একটি পুকুরে কই মাছ চাষ করছিলাম। তাতে মাছের রেণু পোনা খাদ্য, ঔষধ পরিচর্যা অন্যান্য মিলিয়ে সাড়ে ৩ লাখ টাকা ধার দেনা করে খরচ করেছিলাম। দুই-একদিনের মাধ্য মাছ বিক্রির আলোচনা হয়েছিল। কিন্তু সোমবার রাতের ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাতে পুকুরটির উত্তর দিকের পাড় ধসে পড়ে। সব মাছ বেড়িয়ে গেছে। এতে আমার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতিতে আমি পথে বসে গেলাম।
মঙ্গলবার সরেজমিনে গেলে গ্রামের শিক্ষক কামরুল হাসান, লুৎফুর রহমান, আব্দুল সেলিম, খাইরুল ইসলাম, ফেরদৌস মিয়া জানান, খুব সকালে খবরটি জানাজানি হলে হাওরে কই মাছ ধরার ফিরিক করতে দেখেছি। এতে আবুল হাসেমের অপুরনীয় ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবু হারেছ জানান, ছয় মেয়ে এক ছেলের জনক আবুল হাসেম মাছ চাষের উপর নির্ভরশীল ছিল। তিনি বিরাট ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন, বিষয়টি মাত্রই শোনলাম। খোজ খবর নেব এবং সরকারি সহায়তা এলে চেষ্টা করবো সহায়তা করার জন্য।