নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নে অজ্ঞাত (৪৮) এক মানুষিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে খালিয়াজুরী থানা পুলিশ। রবিবার (২৮ মে) সকালের দিকে উপজেলার নগর ইউনিয়নের নয়াগাঁও শ্মশানঘাটের পাশের পাকা রাস্তার উপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, আজ সকাল ৬ টার দিকে শ্মশান ঘাটের পাশেই রাস্তার উপর মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত ঐ নারী ঠিক ভাবে কথা বলতে পারলেও মানুষিকভাবে ভারসাম্যহীন। বেশ কিছুদিন যাবত মহিলাটি নগর ইউনিয়নের তাতিয়া নয়াগাঁও এলাকায় অবস্থান করছিলেন।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল বাসার অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। লাশটি সনাক্তের জন্য সিআইডি ও পিভিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। নিউজটি লেখা পর্যন্ত মৃতের কোন পরিচয় পাওয়া যায়নি।