সাইফুল আরিফ জুয়েল:
নেত্রকানার আটপাড়া থেকে এক যুবলীগ নেতাসহ দুই মাদক কারবারিকে এক কেজি গাঁজাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন, মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের নেহারা গ্রামের হুমায়ূন কবিরের ছেলে মো. হাবিবুর রহমান ওরফে কাশেম। তিনি একই ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। অপরজন আটপাড়া উপজেলার বাউসা গ্রামের মৃত মহিম উদ্দিনের ছেলে মো. ইছহাক মিয়া (১৯)।
বৃহস্পতিবার সকালে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে বুধবার বিকেলে গোপন সংবাদে আটপাড়া উপজেলার কুট্টাকান্দা গ্রামের পাকা সড়কের ওপর থেকে ডিবির এসআই সঞ্জয় সরকারের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাদের এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল জানান, হাবিবুর রহমান ওরফে কাশেম সমাজ-সহিলদেও ইউনিয়নের যুবলীগ সভাপতি। কিছুদিন আগে ওই কমিটি ভেঙে দিলেও নতুন আর কমিটি হয়নি। বুধবার আটপাড়া উপজেলায় তাকে গাঁজাসহ আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, আটককৃত দুজনই পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন থেকে আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে। গোপন তথ্যে বুধবার তাদের গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ডিবির এসআই সঞ্জয় সরকার জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।