নেত্রকোনার মদন উপজেলায় নায়েকপুর ইউনিয়নে উপ- নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে। বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ভোটকেন্দ্র বুথ রয়েছে ৩৬ টি।
উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। এর মাঝে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোসলেহ উদ্দিন ভূঁইয়া। এছাড়া বাকি পাঁচজন স্বতন্ত্র।
প্রথমবারের মতো ইভিএম মেশিনে ইউনিয়ন পরিষদে নেয়া হচ্ছে ভোট। এতে সাধারণ ভোটারদের মাঝে কিছুটা উৎসাহ উদ্দীপনা থাকলেও সকাল বেলায় ভোটকেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে।
শান্তিপূর্ণ ভোটগ্রহণে জেলা নির্বাচন অফিস ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রেই নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এরমাঝে ৩টি মোবাইল টিম, ৩টি স্টাকিং ফোর্সসহ ২টি বিজিবি টিম নিয়োজিত রয়েছে।
নায়েকপুর ইউনিয়নে ভোটার রয়েছেন ১৬ হাজার ৯শ ৪৫ জন। এরমাঝে মহিলা ৮ হাজার, ২শ ৭২জন ও পুলিশ পুরুষ ৮ হাজার, ৬শ, ৬৯ জন।