Thursday, July 25, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

নেত্রকোনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

“প্রবাসী কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার প্রবাসী স্বজন তারা উন্নয়নে সমান অংশীদার ” স্লোগান নিয়ে নেত্রকোনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও জেলা কর্মসংস্থান অফিসের আয়োজনে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের রাজুর বাজার এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়।
পরে টিটিসি হলরুমে এক বিদেশ গমনিচ্ছুকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডিসি (আই সিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, জনশক্তি জেলা সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সাংবাদিক আলপনা বেগম, প্রবাসী কল্যাণ ব্যংকের ম্যানেজার ফরহাদ হোসেন ও সৈয়দ শাকিল মোস্তফাসহ অন্যরা।
জেলায় ২০০৯ সন থেকে এপর্যন্ত পুরুষ ৪২৮০০ জন নারী ১১৬৯০ জন বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।
মোট ৫৪৪৯০ জন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছেন সরকারি ভাবে।
নেত্রকোনা জেলা থেকে সরাসরি ২০১৮ সন থেকে বিদেশে পাঠানো হচ্ছে।
এর পুর্বে ঢাকা ও ময়মনসিংহের মাধ্যমে পাঠানো হয়েছে।
বক্তারা বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলছে সরকার। আর দক্ষ হয়ে কোন ছেলে মেয়ে যে কোন দেশে গিয়ে ভালো কাজ করতে পারবে। কিন্তু দালালদের হাতে পড়ে এবং কোন প্রশিক্ষণ না নিয়ে গেলে দেখা যাবে নানা বিপদ। অনেকে নিখোঁজ হন। তাই সরকারের এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সহ কম খরচে যাওয়ার সুযোগ যেন কোন যুবক হাতছাড়া না করেন তারা সেই আহবান জানান। পাশাপাশি অন্যকেও সচেতন করার আহবান রাখেন।

 

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments