দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে নেত্রকোনার কেন্দুয়া ও মোহনগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা।
বিশেষ করে কেন্দুয়া পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এছাড়াও সভায় অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক ওয়ারেস আলী মামুন, জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক সদস্যসচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালী, যুগ্ম আহ্বায়ক এস এমন মনিরুজ্জামান দুদু ও কেন্দুয়া পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম সহ আরো অনেকেই।
এ সময় সবার থেকে আসন্ন ১৬ জানুয়ারি ভোটগ্রহণের দিনে প্রতিটি কেন্দ্রে এজেন্ট নিয়োগহ নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়ে সার্বিক দিক নির্দেশনা দেন নেতারা। এর আগে কেন্দ্রীয় নেতা কর্মীরা উপজেলা নির্বাচন অফিসারের কাছে নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবি জানান।