সোহান আহমেদ:
নেত্রকোনার বড় বাজার এলাকায় বিশেষ অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে বিপুল পরিমাণ ভারতীয় নকল অবৈধ কসমেটিকসসহ বিভিন্ন পন্য উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় বড়বাজারস্থ মা স্টোর, পি কে স্টোর, সুচিত্রা, প্রভা ও ভাই ভাই স্টোরে অভিযান চালিয়ে ৬৪ টি ধরনের ভারতীয় নকল প্রশাধনী উদ্ধার করে এনএসআই সদস্যরা।
পরে উদ্ধারকৃত প্রায় ৭/৮ লাখ টাকার মালামাল জব্দ করে দোকান মালিকদের কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেইসাথে প্রথমবারের মতো জেল হাজতে না পাঠিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
এদিকে এমন অভিযানের খবর পেয়ে বড় বাজার এলাকায় উৎকোচ জনতা ভিড় করেন। এ সময় বিশেষ অভিযানে জেলা জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।