Monday, April 15, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় প্রধানমন্ত্রী আশ্রায়ন প্রকল্প পরিদর্শনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী : খাদ্য সামগ্রী বিতরণ

নেত্রকোনায় প্রধানমন্ত্রী আশ্রায়ন প্রকল্প পরিদর্শনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী : খাদ্য সামগ্রী বিতরণ

সোহান আহমেদ:
নেত্রকোনায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রায়ন প্রকল্পে আশ্রিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। চলমান লকডাউ পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে অসংখ্য কর্মহীন দরিদ্র মানুষদের হাত তুলে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দরিদ্র কর্মহীদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু । বিকেলে নেত্রকোনা সদর উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়া আশ্রয়ন প্রকল্প ও চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী। খোঁজখবর নিয়েছেন বসবাসরত দরিদ্র পরিবারগুলোর।

এ সময় জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তৈল ও লবণ বিতরণ করা হয়। এর আগে আশ্রায়ন প্রকল্প পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধে করণীয় বিষয়য়ক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুন্সি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা শরফুল ইসলাম, সদর সহকারী কমিশনার (ভূমি) সেলিম মিয়া, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান, চল্লিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর জব্বার ফকির, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুস শহীদ,সদস্য সচিব আবু তাহের মিয়া, যুবলীগ নেতা একে,এম আজারুল ইসলাম অরুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments