নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু। তবে নিহিতের নাম পরিচয় পাওয়া যায় নি। আজ সোমবার বিকালে মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় স্টেশন এলাকাতেই এ দুর্ঘটনাটি ঘটে।
মোহনগঞ্জ স্টেশন মাস্টার আতাউর রহমান জানান, বিকাল চারটার দিকে বেসরকারি মহুয়া কমিউটার ট্রেনটি স্টেশন ছাড়ার পর প্লাটফর্মের বিপরীত দিক থেকে এক ব্যাক্তি উঠার চেষ্টা করে।
চলতি ট্রেনে পা পিছলে নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোথা থেকে এসেছে কোথায় যাচ্ছিল। নাম ঠিকানা কিছুই জানা যায়নি। ওই ব্যাক্তিকে কেউ চিনতেও পারছেনা।
এদিকে জি আর পি পুলিশের এ এস আই মো. আলমগীর জানান, লাশ উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হচ্ছে। অন্যদিকে পরিচয় শনাক্তের চেষ্টাও করা হচ্ছে।