Sunday, December 8, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর মামলায় নৌকার সমর্থক গ্রেফতার

নেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর মামলায় নৌকার সমর্থক গ্রেফতার

নেত্রকোনা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের স্বতন্ত্র (ট্রাক) প্রার্থী ফেরদৌস আরা ঝুমা তালুকদারের কর্মী সমর্থকের উপর হামলার অভিযোগে নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহির সমর্থক সাবেক নাজিরপুর ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ৫ জনকে আসামী করে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেছে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক চেয়ারম্যান ও তার ভাই এবং ছেলে সহ ৫ জনের নাম উল্লেখ করে আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেছেন স্বতন্ত্র প্রার্থী নিজে বাদী হয়ে। আসামীকে আদালতে সোপর্দ করা হবে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো লুৎফর রহমান জানান, ভোর রাতে আনুমানিক তিনটা সাড়ে তিনটার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা করার অভিযোগ উঠে নৌকার সমর্থকের বিরুদ্ধে।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামীকে আটক করেছে। নির্বাচনে পুলিশের দায়িত্ব জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments