Sunday, December 15, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনায় ৩১ বিজিবির কম্বল বিতরণ

নেত্রকোনায় ৩১ বিজিবির কম্বল বিতরণ

সোহান আহমেদ ঃ
নেত্রকোনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ৩১ ব্যাটালিয়। শনিবার বিকেলে পৌর শহরের পাড়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক দরিদ্র নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

৩১ বিজিবি’র আয়োজনে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এসপিপি। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম খায়রুল কবীর, বিজিবিএম, বিজিবিএমএস, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক, অপারেশন ও প্রশিক্ষণ শাখা, ঢাকা, কর্ণেল মোঃ মাহমুদুর রহমান, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, ময়মনসিংহ, লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি, অধিনায়ক, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি), পরিচালক, বর্ডার সিকিউরিটি ব্যুরো (বিএসবি) সহ আরও অন্যান্য ষ্টাফ অফিসার, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ জানান, বিভিন্ন সময়ে দেশের যেকোনো ক্রান্তি লগ্নে সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে বিজিবি।পর্যায়ক্রমে নেত্রকোনার সবগুলো বিওপিতে শীতবস্ত্র বিতরণ করা হবে।

এছাড়াও জেলার সীমান্তে চোরাচালান বন্ধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments