নেত্রকোনার সীমান্ত উপজেলার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে রবিবার দুপুরে তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান। নিহত শিশুটির নাম সানি। সে ওই এলাকার সোহেল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকে শিশুর মা বাড়ির কাজে ব্যস্ত থাকায় শিশু সানি বাড়ির ওঠোনে খেলা করছিল। দুপুরের দিকে শিশুটিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সানিকে বাড়িরপাশের একটি পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রæত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা নিশাদ তাসলিম মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।