Sunday, November 10, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনার কেন্দুয়া ক্লাবের ইউনিটির মানব্বন্ধন প্রতিবাদ

নেত্রকোনার কেন্দুয়া ক্লাবের ইউনিটির মানব্বন্ধন প্রতিবাদ

এবার জেলা ছাড়িয়েও উপজেলা পর্যায়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে ডিজিটাল নিরাপত্তা আসনের নামে হয়রানির বিরুদ্ধে। আজ সোমবার বিকাল সাড়ে তিনটায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানব্বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

দেশবরেণ্য সাংবাদিক সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানহানির বিরুদ্ধে প্রতিবাদে একাট্টা হয়েছেন সাংবাদিক ও সুশীল সমাজ। ক্লাবের সম্পাদক লাইমুন হোসেন ভূইয়ার সঞ্চালনায় ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সাংবাদিক লেখক রাখাল বিশ্বাস, সাবেক রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি ভোরের ডাকের সাংবাদিক আবুল কাশেম আকন্দ, সাবেক সহ সভাপতি যুগান্তরের সাংবাদিক মামুনুর রশীদ মামুন, সাংবাদিক আয়নাল হক, ইত্তেফাক ও ঢাকা পোস্টে সাংবাদিক জিয়াউর রহমান জীবন, দৈনিক সংবাদের হুমায়ুন কবির, কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য ও মানবজমিন সাংবাদিক মজিবুর রহমান, মানবাধিকারকর্মী মামুনুল কবীর খান হলি, স্বেচ্ছাসেবক লীগের নেতা রসেল মিল্কী, সাংবাদিক কায়সার তালুকদার ও আলপনা বেগম প্রমুখ।

প্রতিবাদে কেন্দুয়া প্রেসক্লাবের সাংবাদিক, উদীচী উপজেলা কমিটি, মানবাধিকার সংগঠন ছাত্র শিক্ষক সহ নেত্রকোনা জেলার সাংবাদিকরাও অংশ নিয়ে প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, দেশের প্রথম সারির গণমাধ্যমের বার্তা প্রধানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা নামক আইনের মাধ্যমে অবিলম্বে পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়। সাংবাদিক রতন সরকারসহ সম্পাদকের বিরুদ্ধে মিথা প্রত্যাহার করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments