নেত্রকোনা জেলার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের একক মনোনীত প্রার্থী মো. রাব্বানী জব্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। ১৯ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিলো। নিয়ম অনুযায়ী আজ সোমবার ২০ সেপ্টেম্বর নেত্রকোনা জেলা নির্বাচন কমিশন থেকে প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
উল্লেখ্য, জেলার খালিয়াজুরী উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার মারা যাওয়ার পদটি শুন্য হয়। পরবর্তীতে আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের তারিখ ধার্য্য করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ৩ সেপ্টেম্বর। গত ১৩ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ছিলো। ১৪ তারিখ যাচাই বাছাইয়ের শেষ দিন ছিলো।
উপজেলায় এবার সাবেক চেয়ারম্যানের ভাই মো. রাব্বানী জব্বারকে আওয়ামী লীগ মনোনয়ন দিলে প্রত্যাহারের শেষদিন পর্যন্ত আর কোন প্রার্থী না হওয়ায় জেলা রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা অনুষ্ঠিতব্য নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। উপজেলায় মোট ভোটার ছিলো ৬৯২৯৩ জন। পুরুষ ৩৫০৮৪ জন ও নারী ৩৪২০৯ জন।